
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে সকাল ১০টায় গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এলাকাবাসীর উদ্দেশে বলেন, জুলাই যুদ্ধাসহ সকল শহীদের আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। শহীদদের স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই চেতনা বাস্তবায়নের দায়িত্ব আজ আমাদের কাঁধে। জনগণের ভোটের মাধ্যমে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।
গণসংযোগে শামসুজ্জামান হেলালী আরও বলেন, চট্টগ্রাম-১০ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত। হালিশহরসহ এই এলাকার নাগরিক সুবিধা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের শক্তিকে কাজে লাগাতে হবে। তিনি এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










