আজ : মঙ্গলবার ║ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই রজব, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিভাসু উপাচার্যের শোক

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
এক শোকবার্তায় সিভাসু উপাচার্য বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। এই মহীয়সী নারীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উপাচার্য বলেন, দেশের শিক্ষাক্ষেত্রেও অভূতপূর্ব অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক।

বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৫ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজের এবং ২০০৬ সালের ০২ ফেব্রুয়ারি চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন এবং পরবর্তীতে এই কলেজকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা সিভাসু পরিবার সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।
সিভাসু উপাচার্য মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই দিকে, আজ বাদ জোহর সিভাসু কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই সময় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ