
দেশচিন্তা ডেস্ক: চন্দনাইশে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রয়াত শিক্ষাবিদ অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৭ ডিসেম্বর (শনিবার) সকালে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজে উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালীন সময়ে অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তাঁরা পরীক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ ও আগ্রহের প্রশংসা করেন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরীর শিক্ষা ক্ষেত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৃত্তি পরিচালনা কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ মনিরুল আলম চৌধুরীর পরিচালনায় হল পরিদর্শনে উপস্থিত ছিলেন-উপজেলা এলডিপির সভাপতি, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোতাহের মিয়া, শিক্ষাবিদ মুহাম্মদ আবদুস শহীদ মসউদ, স্মৃতি বৃত্তি পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বরকল ইউনিয়ন এলডিপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সাঈদ ইবনে খায়ের, অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরীর কন্যা শিরিন বশর, সোলতানা জেবুন্নেসা, অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, মাওলানা ক্বারী মোহাম্মদ ফেরদৌসুল আলম খান আলকাদেরী, সাংবাদিক আবিদুর রহমান বাবুল, মোহাম্মদ আমিনুল ইসলাম রাশেদ, মাস্টার মুহাম্মদ ফরমান, মাস্টার জালাল আহমদ, শাহজাদাএসএম কিবরিয়া হোসেন আজম, গাজী মুহাম্মদ বোরহান উদ্দিন, খালেদ মাহমুদ চৌধুরী, সাইদুল মোরসালিন মাসুম, মোঃ দেলোয়ার হোসেন, জাকির হোসেন, মজিবুর রহমান, মাসুদুল ইসলাম, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। পরিশেষে আয়োজক কর্তৃপক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















