আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা রজব, ১৪৪৭ হিজরি

গোলের পর চোট নিয়ে মাঠ ছাড়ছেন আলেকজান্ডার ইসাক

দেশচিন্তা ডেস্ক: লিভারপুলের দুঃসংবাদ যেন কাটছেই না। চোটে পড়ে অস্ত্রোপচার করাতে হয়েছে দলটির ফরয়ার্ড আলেকজান্ডার ইসাককে। পা ভেঙে যাওয়ার পর সোমবার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

শনিবার টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ২–১ গোলের জয়ের ম্যাচে লিভারপুলের প্রথম গোলটি করতে গিয়েই চোট পান ইসাক।

শট নেওয়ার মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফান দে ভেন বল ঠেকাতে ঝাঁপিয়ে পড়লে তার দুই পায়ের মাঝে আটকে যায় ইসাকের পা। তাতেই মারাত্মকভাবে আহত হন সুইডেনের এই ফরোয়ার্ড।
এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘শনিবার পাওয়া চোটের কারণে আজ আলেকজান্ডার ইসাকের সফল অস্ত্রোপচার হয়েছে। পরীক্ষার পর দেখা গেছে, তার গোড়ালির চোটের সঙ্গে ফিবুলা হাড় ভেঙে গেছে।

আপাতত তার মাঠে ফেরার বিষয়ে নির্দিষ্ট কিছু জানানো যাচ্ছে না।’
গত সেপ্টেম্বরে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে নিউক্যাসল ইউনাইটেড থেকে ২৬ বছর বয়সী ইসাককে ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় লিভারপুল। নিউক্যাসল ছাড়তে চাওয়ায় আগের ক্লাবের স্কোয়াডের বাইরে ছিলেন তিনি। প্রিমিয়ার লিগে নিউক্যাসলের হয়ে ৮৬ ম্যাচে ৫৪ গোল করা এই স্ট্রাইকার লিভারপুলে যোগ দেওয়ার পর এখনও প্রত্যাশা অনুযায়ী ছন্দ খুঁজে পাননি।

ফিটনেস সমস্যার কারণে নতুন দলে প্রথম লিগ ম্যাচে খেলতে পারেননি ইসাক। পরে চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুল অধ্যায় শুরু করেন। চলতি লিগে ১০ ম্যাচে তার গোল মাত্র দুটি। সেপ্টেম্বর মাসে লিগ কাপের ম্যাচে সাউদ্যাম্পটনের বিপক্ষে গোল করে ক্লাবের হয়ে প্রথমবার জালের দেখা পেলেও চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচ খেলেও এখনো গোল পাননি তিনি।

লিগে পঞ্চম স্থানে থাকা লিভারপুল এরই মধ্যে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে।

তার ওপর আফ্রিকা কাপ অব নেশনস খেলতে মোহাম্মদ সালাহ মিসর দলে যোগ দেওয়ায় আক্রমণভাগে বড় সংকটে পড়েছে দলটি। এবার ইসাকের দীর্ঘ অনুপস্থিতি সেই সমস্যাকে আরও বাড়িয়ে দিল।
এ অবস্থায় নতুন স্ট্রাইকার হুগো একিতিকের ওপরই ভরসা রাখতে হবে ইয়ুর্গেন ক্লপের দলকে। চলতি মৌসুমে লিগে আট গোল করেছেন একিতিকে, যার মধ্যে শেষ তিন ম্যাচেই পাঁচ গোল। তবে সালাহর ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলকে নতুন বিনিয়োগের দিকেও তাকাতে হতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ