আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা রজব, ১৪৪৭ হিজরি

পটিয়ায় যাত্রী সেজে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা, আটক এক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় যাত্রী সেজে সিএনজি ট্যাক্সি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষের দ্রুত তৎপরতায় একজন ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সংলগ্ন ভাটিখাইন ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. হারুন ওরফে সাগর (৩০)।

তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথাকচুয়াই পাঠানপাড়া এলাকার বাসিন্দা এবং মো. সেলিমের ছেলে। পুলিশ জানায়, ঘটনার সময় তার সঙ্গে আরো দুই থেকে তিনজন সহযোগী ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি ট্যাক্সির চালক মো. আমির হোসেন নিয়মিত গাড়িটি চালাচ্ছিলেন। গাড়ির মালিক শয়ন মজুমদার পারিবারিক কারণে এক মাস ধরে তাকে ভাড়ায় গাড়িটি দিয়েছিলেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস এলাকা থেকে যাত্রী সেজে সাগর গাড়িতে ওঠে। প্রথমে বাইপাস এলাকায় যাওয়ার কথা বললেও পরে সারা দিন ঘোরার কথা বলে বেশি ভাড়া দেওয়ার প্রস্তাব দেয়।
রাতের দিকে গাড়িটি একটি নির্জন এলাকায় পৌঁছলে পূর্বপরিকল্পনা অনুযায়ী সাগরের সহযোগীরা একটি অটোরিকশা দিয়ে সিএনজির পথ আটকে দেয়। এ সময় সাগর চালকের পেছন থেকে গলায় বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং মারধর শুরু করে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা চালায়।

চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীকে গাড়িসহ আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে ধরে রাখে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাগরকে উদ্ধার করে এবং সিএনজিটি জব্দ করে।

আহত চালক ও আটক ছিনতাইকারীকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় গাড়ির মালিক শয়ন মজুমদার বাদী হয়ে পটিয়া থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন।

মামলায় মো. হারুন ওরফে সাগরকে প্রধান আসামি এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, পালিয়ে যাওয়া সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার সাগরকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং ছিনতাইচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ