আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পালিয়ে যাওয়া সেই হাজতির সন্ধান মেলেনি, ৬ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হাজতি শফিকুল ইসলামের এখনও সন্ধান মেলেনি। তবে এ ঘটনায় ৬ কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ওই হাজতির কোনো সন্ধান মেলেনি। তাকে আটকের জন্য জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে।

এর আগে গত ৯ নভেম্বর খাগড়াছড়ি কারাগার থেকে দুই হাজতি পালানোর ঘটনায় দায়িত্বে থাকা ৬ কারারক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে তিনজনকে সাময়িক বরখাস্ত এবং অপর তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার শাহাদত হোসেন।

তিনি জানান, ঘটনার পর সোমবার দুপুরে চট্টগ্রাম ডিআইজি প্রিজন সগির ভূঁইয়া খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করা হয়েছে। কারারক্ষীদের গাফিলতির পাশাপাশি কারাগারে অভ্যন্তরীণ বিষয়ে দুর্বলতাও রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। ইতোমধ্যে তিন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাজতি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার মো. লাভলু বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, রোববার (৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে কারাগারের দক্ষিণ পাশে দেয়ালের পাইপ বেয়ে উঠে দুই হাজতি পালিয়ে যায়। বিষয়টি জানাজানির পর চাঞ্চল্য দেখা দেয়। এ ঘটনায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ