
দেশচিন্তা ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে তার আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও ভূমিকার দিকে নিবিড় নজর রাখবে দলটি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির আমীর ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার ও বাস্তবায়ন কিভাবে করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেন, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেত রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় জন্মভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, আমার একটি পরিকল্পনা আছে, দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন হবে। ইনশাআল্লাহ আমরা সে পরিকল্পনা বাস্তবায়ন করব।
‘প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিংয়ের একটি বিখ্যাত ডায়ালগ আছে ‘আই হ্যাভ অ্যা ড্রিম’। আজ এ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই, আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, জাতীয়তাবদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই, আই হ্যাভ অ্যা প্ল্যান, ফর দ্যা পিপল অফ মাই কান্ট্রি। এ পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে। দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সে পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়- এ জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, পুরো বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ আছেন প্রত্যেকের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদের সহযোগিতা করেন- ইনশাআল্লাহ আমরা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ বাস্তবায়ন করতে সক্ষম হব।’
এসময় তিনি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের মতো ২০২৪ সালে এ দেশের ছাত্র-জনতাসহ সর্বশ্রেণির মানুষ দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ স্বাধীনতা ফিরে পেতে চায়, তাদের কথা বলার অধিকার ফিরে পেতে চায়।










