আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে নির্মিত হলো প্রেমের কবিতাচিত্র ‘ভালো থেকো ছায়া’

দেশচিন্তা ডেস্ক: সময়ের প্রতিশ্রুতিশীল লেখক ও কবি শামছুল আরেফিন শাকিলের অমিত প্রেম ও গভীর মানবিক অনুভূতির ছোঁয়ায় চট্টগ্রামের বিভিন্ন নৈসর্গিক লোকেশন নির্মিত হয়েছে কবিতাচিত্র সিরিজ ‘ভালো থেকো ছায়া’। প্রেম, বিচ্ছেদ ও স্মৃতির আলো-ছায়ায় বোনা- এই সিরিজের প্রথম পর্বের কাজ শেষ হয়েছে; যা ইতিমধ্যেই দর্শক-শ্রোতার আগ্রহ কাড়ছে।

কবিতা চিত্রের প্রথম সিরিজে কন্ঠ দিয়েছেন বাচিক শিল্পী বাপ্পী হায়দার, যার মায়াবী কণ্ঠ ও সংবেদনশীল উপস্থাপনা কবিতাগুলোকে জীবন্ত করে তুলেছে। ভিডিও নির্দেশনা দিয়েছেন মোশারফ ভূঁইয়া পলাশ, যিনি কবিতার আবেগকে দৃশ্যের ভাষায় রূপ দিতে সচেষ্ট ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত।

অভিনয় করেছেন বাপ্পি হায়দার, মোশারফ ভূঁইয়া পলাশ, সায়মন রক, পুজা দাশ ও মৈত্রী চৌধুরী। মেকাপে ছিলেন বীনা দাশ গুপ্ত, যিনি চরিত্রগুলোর মানসিক অবস্থাকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন রূপ ও রঙে। পুরো সিরিজটি নির্মাণ করেছে অনল মিডিয়া ভিশন, সহযোগিতায় রয়েছে বীজন নাট্য গোষ্ঠী। প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে কানাডা বাংলা চ্যানেল; যারা বাংলা সংস্কৃতির বিকাশে নিয়মিত ভূমিকা রাখছে।

‘ভালো থেকো ছায়া’ কেবল একটি কবিতাচিত্র নয়, এটি আসলে এক মর্মস্পর্শী আবেগের যাত্রা- যেখানে স্মৃতি ও বর্তমান একসূত্রে গাঁথা। শামছুল আরেফিন শাকিল তার কাব্যভাষায় প্রেমের যে গভীর ব্যথা ও সৌন্দর্য প্রকাশ করেছেন, পরিচালক ও অভিনয়শিল্পীরা সেটিকে পর্দায় রূপ দিয়েছেন সংবেদনশীলভাবে।

এই প্রযোজনাটি বাংলা ভাষার কবিতাভিত্তিক ভিডিও ধারার এক নতুন সম্ভাবনা হিসেবে বিবেচিত হতে পারে। বাংলা কবিতাকে চিত্রে, কণ্ঠে ও অভিনয়ে মিশিয়ে উপস্থাপনের এই প্রচেষ্টা নিঃসন্দেহে বাংলা সংস্কৃতিচর্চায় এক গুরুত্বপূর্ণ সংযোজন।

‘ভালো থেকো ছায়া’ শিগগিরই কানাডা বাংলা চ্যানেলে (সিবিসি) প্রচারিত হবে। প্রেম, সময় ও স্মৃতির মেলবন্ধনে গড়া- এই কবিতাচিত্র নিঃসন্দেহে দর্শকের মনে গভীর ছাপ ফেলবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ