আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে নারীসহ ২ মরদেহ উদ্ধার, পরিচয় জানে না কেউ

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক এলাকা থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট ও পৌরসভার আলমপুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মদুনাঘাট এলাকা থেকে মৃত অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আলমপুর থেকে উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তবে তাদের কারও নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশ উভয় মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেছে।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে হালদা নদীর সংযোগস্থলে স্লুইচ গেটের নিচে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মদুনাঘাট তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি পচে ফুলে গেছে। পুলিশের ধারণা, কমপক্ষে ৩-৪ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এরপর সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকায় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে পুলিশ জানিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ