আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকিস্তানের আকাশে লেন্স আকৃতির বিরল মেঘ

দেশচিন্তা ডেস্ক:গত মঙ্গলবার ভোরে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা ও আশপাশের এলাকার আকাশে দেখা যায় এক বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। সূর্যোদয়ের ঠিক আগে কোহ-ই-মুর্দার পর্বতমালার ওপরে ভেসে ওঠে উজ্জ্বল রঙে সজ্জিত এক লেন্স আকৃতির মেঘ, যা প্রায় ২০ মিনিট ধরে রঙ বদলাতে থাকে—কখনও লাল, কখনও কমলা, আবার কখনও সবুজ ও সোনালি আভায় ঝলমল করে।

প্রথম দর্শনে অনেকেই এটিকে ভিনগ্রহের মহাকাশযান বা ক্ষেপণাস্ত্র পরীক্ষার ফলাফল বলে মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ছবিটি ও ভিডিও, আর শুরু হয় নানা জল্পনা। কেউ দাবি করেন এটি ইউএফও, কেউ বলেন পাকিস্তানের নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রভাব। এমনও গুজব রটে যে এই ক্ষেপণাস্ত্র ১০ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

পরিস্থিতি জটিল হয়ে ওঠায় পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) দ্রুতই ব্যাখ্যা দেয় ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে। তারা জানায়, এটি আসলে একটি “লেন্টিকুলার মেঘ”—এক ধরনের স্থির মেঘ, যা সাধারণত পাহাড়ি এলাকায় প্রবল বাতাস ও আর্দ্রতার সংমিশ্রণে গঠিত হয়। সূর্যের আলো এই মেঘের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে রংধনুর মতো রঙিন আভা তৈরি করে, যা দেখতে ‘অগ্নি রংধনু’ বা ‘মেঘের ইরিডেসেন্স’-এর মতো লাগে।

পিএমডির মুখপাত্র আনজুম নাজির বলেন, কোহ-ই-মুর্দারের পূর্বাঞ্চলীয় পাহাড়ে আর্দ্র বাতাসের প্রবাহের কারণে এই বিরল প্রাকৃতিক ঘটনা ঘটে। তিনি স্পষ্ট করে জানান, ওই সময়ে কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা বা সামরিক কার্যক্রম পরিচালিত হয়নি।

কোয়েটা ছাড়াও নুশকি ও ডালবন্দিন অঞ্চলের মানুষও এই দৃশ্য প্রত্যক্ষ করেন। অনেকেই সামাজিক মাধ্যমে লিখেছেন, জীবনে এমন সুন্দর ও রহস্যময় আকাশ আগে কখনও দেখেননি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ