আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা

দেশচিন্তা ডেস্ক: টানা ৪ সিরিজ জিতে এই ম্যাচে পা রেখেছিল বাংলাদেশ। তবে টানা পাঁচ তো হয়ইনি, উলটো দুই ম্যাচ হেরে এখন হোয়াইটওয়াশের শঙ্কা দলে। সেই ম্যাচকে সামনে রেখে বিসিবি তাদের তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা করেছে।

তবে এই ম্যাচের স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি বিসিবি। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াড দিয়েছিল বোর্ড। তবে এবার তৃতীয় ম্যাচের জন্য দেওয়া স্কোয়াডেও বদল আসেনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিসিবি।

সিরিজের শেষ এই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এই ম্যাচটিও হবে আগের দুই ম্যাচের মতো বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড—
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ