
দেশচিন্তা ডেস্ক: পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রাম কালচারাল একাডেমি আয়োজিত মেহফিলে হুব্বে রাসুল (সঃ) সন্ধ্যা ১০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. জাফর উল্লাহ, আইইউসির প্রফেসর এমদাদ হোসেন, কবি মাহবুবুল মাওলা রিপন।
বক্তারা বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সুন্দর পরিবেশ ফিরে পেয়ে সবাই আনন্দিত। তেমনি আজ আমরা যে সমৃদ্ধ পৃথিবীকে দেখি, একটা সময় পৃথিবী এমন ছিল না। আজ শান্তি ও সৌহার্দ্যে জীবন যাপন করছে বিপুল মানুষ, শিক্ষা, গবেষণা ও নিত্যনতুন উদ্ভাবনের পথে এগিয়ে যাচ্ছি আমরা, জীবনকে আরও মধুর, মনোরম ও পরিশীলিত করতে উদ্গ্রীব উঠছি।
শিল্পী গোলাম মোস্তফার পরিচালনায় আমন্ত্রিত দল হিসেবে পরিবেশনা করেন- চট্টলা গানের দল, পারাবার শিল্পীগোষ্ঠী, পানজেরী শিল্পী গোষ্ঠী, দুর্নিবার শিল্পীগোষ্ঠী, দর্পণ সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বায়তুশ শরফ কালচারাল ক্লাব।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিএ সাধারণ সম্পাদক আব্দুল গফুর, নির্বাহী সদস্য মুহাম্মদ এনামুল হক, নাট্যকার তারিফ হোসেন, শাহেদুল করিম খান, অধ্যক্ষ আরিফ বিল্লাহ, মোবারক হোসেন, রহমত উল্লাহ, সাইদুল ইসলাম, শাফায়াত উল্লাহ, মিনহাজুল ইসলাম মাসুম, শিল্পী আব্দুস শাকুর, শাহজাহান মিজান, জহিরুল ইসলাম, মুহাম্মদ ইমরান প্রমূখ।
বক্তারা আরও বলেন, মানবজাতি আত্মধ্বংসের দিকে ঝুঁকছিল এবং নিজেদের অপকর্মের কারণে টিকে থাকার সব অধিকার হারিয়েছিল। মানুষ তখন উন্মত্ত ও হিংস্র পশুর মতো আচরণ করেছিল। সব সভ্যতা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, শালীনতা, নৈতিকতা এবং নাগরিক আইনকানুন ভেসে গিয়েছিল বাতাসে। সে যুগকে বলা হতো বর্বরতার যুগ। ঠিক সেই সময় পৃথিবীর সৃষ্টিকর্তা আরবে এমন এক ব্যক্তির জন্ম দেন, যিনি মানবজাতিকে শুধু ধ্বংসের কবল থেকে উদ্ধার করেননি, তাঁকে এমন সুউচ্চ মহিমায় উন্নীত করেছেন, যা ইতিহাসবিদদের জ্ঞান এবং কবিদের কল্পনারও অতীত। তাঁর কীর্তি ও কৃতিত্ব উপস্থাপন করার মতো অকাট্য ঐতিহাসিক প্রমাণ আজ যদি না থাকত, তাহলে বিশ্বাস করাই কঠিন হতো। তাই তিনি শুধু সমগ্র বিশ্বের জন্য রাসুল ছিলেন না, ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত ও পথপ্রদর্শক।