
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় তিন স্কুলছাত্রী। এদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো নিখোঁজ রয়েছে আরেকজন। যার নাম পিংকি আক্তার।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাতামুহুরি নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ও উদ্ধার হওয়া তিনজনই পঞ্চম শ্রেণির ছাত্রী এবং পরস্পরের বান্ধবী।
নিখোঁজ পিংকিকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা তল্লাশি অভিযান চালাচ্ছেন।
উদ্ধার হওয়া দুজন হলেন আসমাউল হাসনা ও তাসফিয়া বেগম। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিন বান্ধবী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। স্থানীয়দের সহায়তায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে পিংকি আক্তার এখনো নিখোঁজ। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।”