
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের বাধ্যতামূলকভাবে ডোপ টেস্ট করতে হবে। ডোপ টেস্টে পজিটিভ রিপোর্ট আসলে প্রার্থীতা বাতিল হয়ে যাবে।
শুক্রবার (২৯ আগস্ট) চাকসু নির্বাচন পরিচালনা সংক্রান্ত ওয়েবসাইটে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের খসড়া আচরণ বিধিমালা প্রকাশ করে। এতে বলা হয়, চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।
চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে প্রার্থীরা মনোনয়ন ফরম নিতে চাইলে সেই ফর্ম দেখিয়ে ডোপ টেস্ট করতে হবে। প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়ে টেস্টের জন্য নমুনা দিয়ে আসবে। পরবর্তীতে মেডিকেলের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডোপ টেস্টের রিপোর্ট চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠাবেন।
তিনি আরও বলেন, আত্মপক্ষ সমর্থনের আমরা সুযোগ দিবো। যেন তার আত্মসম্মান বজায় থাকে। প্রার্থীকে তার রিপোর্টের বিষয়ে একান্তে জানানো হবে। এটা বাইরে প্রকাশ করা হবে না। এমনকি মেডিসিনের কারণে যদি হয়ে থাকে সেটা আবার পুনরায় চেক করা হবে।
চাকসু নির্বাচনের আচরণ বিধিমালায় আরও বলা হয়, মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময় কোন প্রকার মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। প্রার্থী ৫ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে আসতে পারবেন না। কোনো প্রার্থী কর্তৃক রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল এবং প্রার্থীতা প্রত্যাহারের সময় অন্য কোন প্রার্থী বা ব্যক্তি, গোষ্ঠী বা অন্য কোন সংগঠনের কেউ কোন প্রকার বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। প্রার্থীকে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে হবে।