আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরেণ্য অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের প্রভাবশালী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া আর নেই।

স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি… রাজিউন)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। ডায়াবেটিসজনিত কারণে তার দুটি কিডনিই অচল হয়ে যায়। নিয়মিত ডায়ালাইসিস চলছিল সপ্তাহে তিন দিন করে। তবে শেষ পর্যন্ত চিকিৎসার সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কাছে হার মানেন তিনি।

সত্তর দশকে স্বামী, চিত্রপরিচালক সিরাজুল ইসলাম ভূঁইয়ার হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন জাহানারা ভূঁইয়া। অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। শক্তিশালী অভিনয় এবং বৈচিত্র্যময় চরিত্র রূপায়ণের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন ঢালিউডের অবিচ্ছেদ্য অংশ।

অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তার এই বহুমাত্রিক অবদান বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে বহুভাবে।

তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা স্মরণ করছেন তাকে শ্রদ্ধা ও ভালোবাসায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ