আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে কাজ করতে হবে: ধর্ম উপদেষ্টা

দেশচিন্তা ডেস্ক: ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ভিন্ন মত, পথ ও আদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে কাজ করতে হবে।

সোমবার (২৫ আগস্ট) চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত আজিমুশশান মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করছে। তিনি বলেন, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিহাস সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বহন করে।

‘ইসলাম শান্তি, সহনশীলতা ও মানবতার শিক্ষা দেয়। এ দেশে ইসলামিক দলগুলো সব সময় দেশের কল্যাণ, জনগণের মঙ্গল ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি গুরুত্ব দেন জাতীয় ঐক্য অটুট রাখা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর। বলেন, ভিন্ন মত, পথ ও আদর্শ থাকা সত্ত্বেও ইসলামিক দলগুলোকে বৃহত্তর স্বার্থে একত্রিত হয়ে কাজ করতে হবে। জনগণের ধর্মীয় অধিকার রক্ষা, নৈতিক সমাজ গঠন এবং দেশকে শান্তি ও উন্নতির পথে এগিয়ে নিতে একক ও অভিন্ন ভূমিকা রাখতে হবে।

উপদেষ্টা আরো বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির স্বার্থে, ধর্মীয় মূল্যবোধ রক্ষায় এবং আগামী প্রজন্মের কল্যাণে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হলে বাংলাদেশ আরও সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও শক্তিশালী হবে।

তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ নতুন মডেলে আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ করা হবে বলে জানান। ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ এবং মসজিদের আদি ঐতিহ্য সংরক্ষণ করেই পুনর্নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হবে।

মাহফিলে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মুহাম্মদ আবু নোমানের সভাপতিত্বে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল-মাদানী ও প্রখ্যাত মুফাসিসরে কোরান ঢাকা মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল আমিন বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ