
মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১১ নম্বর কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবলীগ ক্যাডারের নেতৃত্বে ভয়াবহ হামলার শিকার হয়েছেন শিবিরের তিন কর্মী। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ১ জুলাই রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে, এলাকায় মাদক সেবনের সময় বাধা দেন শিবির কর্মী সাকিব। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়ভাবে ‘ইয়াবা সম্রাট’ হিসেবে পরিচিত যুবলীগের ক্যাডার মিনার চৌধুরী গিয়াস, ইউসুফসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে সঙ্গে নিয়ে সাকিব, রাকিব ও শাহাদাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
প্রথমে আহতদের স্থানীয় জনসেবা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে সাকিবকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পরদিন আহত সাকিবের বাবা আবুল হাসেম বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়: মিনার চৌধুরী (৪৫), পিতা– মৃত মফজল আহমদ
গিয়াস উদ্দিন (৩৮), পিতা– মনি মিয়া, ইউসুফ (৪০), পিতা– সিরাজুল ইসলাম এছাড়াও অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
জানা গেছে, মিনার চৌধুরীর বিরুদ্ধে এর আগেও একাধিক রাজনৈতিক ও মাদকের মামলা ছিল এবং সে একাধিকবার ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল খেটেছে। জামিনে বের হয়ে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে। এতদিনেও তার গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
তবে মামলার প্রধান আসামি মিনার চৌধুরীকে ইতোমধ্যে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।