আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে গভর্নিং বডির নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের নব-নির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান (২০ নভেম্বর ২০২৪ ইং) কলেজ হলরুমে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কান্তি দাশ।

 

প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল খান, সংবর্ধেয় অতিথি জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের গভর্নিং বডি নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব রাজীব জাফর চৌধুরী, কলেজ গভর্নিং বডি সদস্য ডাক্তার ফারজানা আফরোজ চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন এশিয়া স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন আলী,বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ ইলিয়াস বাবলু, উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফরিদ আহমদ, অনুষ্ঠান সঞ্চলনা করেন মুন্সি আবদুর রউফ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে মাদকমুক্ত কলেজ ক্যাম্পাস ও জাতী গঠনে সুশিক্ষিত সুনাগরিক হতে হবে আমাকে প্রথম বার কলেজে অতিথি করায় আমি আনন্দিত কলেজ কতৃপক্ষকে ধন্যবাদ জানায়, প্রধান অতিথি কলের সড়কটিকে সংস্কার করে দেওয়ায় প্রতিশ্রুতি দেন।
রাজীব জাফর চৌধুরী বলেন কলেজের অবকাঠামো উন্নয়ন কাজ করবো খেলার মাঠসহ সব সাতকানিয়া মডেল কলেজে রূপান্তরিত করবো।

 

ডাক্তার ফারজানা আফরোজ চৌধুরী বলেন আগামী ২৩ নভেম্বর ফ্রি চিকিৎসা ক্যাম্প করবো কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের জন্য। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলেন সাতকানিয়াকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা কামনা করি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ