আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতি নতুন কমিটির মতবিনিময় সভা

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া রেলস্টেশন রোড ব্যবসায়ী সমিতি নতুন কমিটি গত রবিবার পটিয়া রেলস্টেশন সংলগ্ন নিজস্ব কার্য্যলয়ে সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন।বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবদুর রশিদ সওদাগরের সভাপতিত্বে অনুস্টিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আলম সওদাগর,মোহাম্মদ আবুল কাসেম সওদাগর,মুহাম্মদ আবদুল আলম সওদাগর, মোহাম্মদ আকতার সওদাগর,মোহাম্মদ আবদুল কাদের সওদাগর।

 

বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ (স:) সততার সাথে ব্যবসা করে হালাল রুজি-রোজগার করে দিনযাপন করেছিলেন, বিধায় তখন ব্যবসায় বেচা-কেনা যেমন বৃদ্ধি পেত তেমনি আয় বরকত ও দিনদিন বৃদ্ধি পেত। এখন ব্যবসার মন্দা ভাব। আমরা যদি আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে, প্রিয় নবীর (স:) আর্দশে ব্যবসা পরিচালনা করি,দেখবেন ঠিকই ব্যবসার আয় বরকত রুজিরোজগার দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

 

মতবিনিময় সভায় পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতি দুই বছর মেয়াদে একটি কার্যকরী পরিষদের নতুন কমিটির নাম ঘোষণা করেন। এতে মোহাম্মদ নুরুল আলম সভাপতি, মোহাম্মদ আকতার হোসেন সাধারণ সম্পাদক, মোহাম্মদ আবুল কাসেম অর্থ সম্পাদক, মুহাম্মদ আবদুল আলম যুগ্ম অর্থসম্পাদক, মোহাম্মদ আবদুল কাদের সাংগঠনিক সম্পাদক হিসাবে উপস্থিতি সদস্যগণ মনোনীত করেন। সকলে ২০২৪ সালের কার্যকরী পরিষদের কর্মকর্তাদের ফুলেল শুভেচছা জানিয়ে মতবিনিময় সভা সমাপ্তি করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ