আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

পটিয়ায় বাইপাস সড়কে বাস চাপায় নিহত ১

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়া উপজেলার বাইপাস সড়কে বাস চাপায় মো:আনোয়ার(৫৫) নামের একজন সি এন জি চালক নিহত হন। ১৬ নভেম্বর শনিবার বিকাল ৪টায় বাইপাস সড়কের কচুয়াই পয়েন্ট এই দূর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,বিকাল ৪টা চালক আনোয়ার সি এন জি নিয়ে কচুয়াই থেকে পটিয়া পৌরসদরে যাওয়ার পথে বাইপাস সড়কে ওটার সাথে সাথে কক্সবাজার গামী ঈগল পরিবহন সাথে ধাক্কা লেগে সি এন জিটি ধুমড়ে মচড়ে যায়।

 

সি এন জি চালক আনোয়ার গুড়তর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যা ৫টায় কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আনোয়ারের ছোট ভাই মো: জহির বাদী হয়ে ঘাতক বাস চালক মো: তাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। নিহত আনোয়ার পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ৩নং ওর্য়াডের মৃত আবদুল হাকিমের ছেলে।

 

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক মো: আনিসুর রহমান জানান দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।নিহত আনোয়ারের স্বজনদের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ