চট্টগ্রামে অধিকার’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
বাকস্বাধীনতার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়নি ১৭ বছরে, কারণ স্বৈরশাসক জনগণের মুখে তালা লাগিয়ে দিয়ে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে গেলেই হামলা-মামলা ও গুম যেন নিত্যদিনের কাজ। সারাদেশে সাত শতাধিক মানুুষ গুম করেছে আওয়ামী সরকার। ৭৩ জন বিএনপির নেতাকর্মীকেও গুম করা হয়েছে তাদের আমলে। এ থেকে পরিত্রাণের জন্য গণঅভ্যুত্থানের এই বিপ্লবের বিকল্প আসলেই ছিলো না।
মানবাধিকার সংগঠন অধিকার এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমে এখনও ঘাপটি মেরে আছে স্বৈরশাসক এর প্রেতাত্মারা। তাদেরকে যতদিন বের করা যাবে না ততদিন গণমাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় চবি ব্যাচ -৩১ ক্লাব লিমিটেড হলে পিপলস একশ্যান পার্টির সভাপতি মো.সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিকারের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর এর সঞ্চালনে আরো বক্তব্য রাখেন লেখক-গবেষক মুহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক তুষার মুজিব, জাতীয় নাগরিক কমিটির লায়ন মো.মোসলেহ উদ্দিন খান, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এ কি এম মোসলেহউদ্দীন, চট্টগ্রাম কম্প্লাইন্স এর প্রেসিডেন্ট নাজিম উদ্দিন সাগর, রাজনীতিবিদ ও সংগঠক হামিদুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম, রাজনৈতিক কর্মী শহীদুজ্জামান, গুম হওয়া সৈয়দ মোহাম্মদ আবু জাফরের সন্তান মোহাম্মদ জিসানুর রহমান, মুমিনুল হক আনিস, লেখক- সাংবাদিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, সমাজকর্মী হাজী শহীদুর রহমান খোকন, নোমান উল্লাহ বাহার, বাপ্পি সিকদার, কাইমুর রশিদ বাবু, এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-সাংবাদিক ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার, কবি ও মানবাধিকার কর্মী অভিলাষ মাহমুদ।