মনীষা কর বাগচী
ছায়াময় মায়াময় ছোট্ট সুন্দর ভালোবাসা ঘেরা আমার গ্রাম দেশ বিদেশে ঘুরলাম কত পাইনি কোথাও এমন সুখধাম। কলসি কাঁখে গ্রামের বধু হেলে দুলে জল আনতে যায় রঙ বাহারি ফুলের মেলা আমার মন মাতায়।।
লেখক- মনীষা কর বাগচী, কোলকাতা।