আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ‍্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস পালিত

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের উদ‍্যোগে শুক্রবার বিকেলে লালদীঘি মাঠের বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ৬ দফা মঞ্চে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর কাছে ৬ দফা ছিল একটা সাঁকো, যাতে চেপে স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের রোডম্যাপ মুলত রচিত হয়েছিলো বঙ্গবন্ধুর ৬ দফা থেকেই। এটি ছিলো রাজনীতিতে বঙ্গবন্ধুর দুরদর্শী একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।

 

এক কথায় ৬ দফা স্বাধীনতার ম‍্যাগনাকার্টা। ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। রাজপথ রঞ্জিত হয় মনু মিয়াসহ ১১ জন শহীদের রক্তে।ঐতিহাসিক ৬ দফার স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির মুক্তির পথপ্রদর্শক। প্রতিটি বাঙালির হৃদয়ের মণিকোঠায় তিনি অনন্তকাল কাল চিরভাস্বর হয়ে থাকবেন।

চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজওয়ানা শারমিন, জাহান আরা নাজনীন,নুসরাত জাহান, নার্গিস আকতার,লিপি দেওয়ানজী, এডভোকেট সাইফুন নাহার খুশী,রুবি আকতার, শিলা চৌধুরী,নার্গিস আকতার প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ