সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে পণ্যে পাটজাত মোড়ক বা ব্যাগ ব্যবহার না করায় উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকালে এ অভিযান চালানো হয়।
এসময় ৪ টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হলে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
সহকারী কমিশনার ভুমি নাসরিন সুলতানা নিপা জানান, পুলিশ ও আনসারের সহায়তায় পণ্য পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর লঙ্ঘনের দায়ে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
এই সময় মেসার্স মা কালী ট্রেডার্স, ভাই ভাই ট্রেডার্স, খান ট্রেডার্স ও লিটন এন্টারপ্রাইজকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। কারণ এসব দোকানে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করা হয়ে থাকে। অভিযানকালে আদালতের কাছে বিষয়টি ধরা পড়ে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।