
সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ নেতার লাশ কাঁধে করে নিয়ে নিজেই কবরে নেমে দাফন করলেন উপজেলা চেয়ারম্যান ড. কিশোর। ০৪ মে, শনিবার বিকালে উপজেলার বাংগরা বাজার থানার দৌলতপুর গ্রামের কৃতি সন্তান তুখোর ছাত্রনেতা সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির খান এর লাশ জানাযা শেষে অন্যান্যদের সাথে নিজে কাঁধে করে নিয়ে নিজেই কবরে নেমে দাফন কাজ সম্পন্ন করেন কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।
মরহুম হুমায়ুন কবির(৫৫) হার্টের সমস্যা জনিত কারনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার মিরপুর হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঐদিন দৌলতপুর গ্রামের মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
মরহুমের জানাযায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা ভাই চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমালসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।