আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মুরাদনগরে মনোনয়ন যাচাইয়ে টিকলেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আফজালুননেছা বাসিত

সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৬ষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচন ৩য় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। ৫ মে হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই। যাচাই-বাছাইয়ে টিকেছেন যিনি মুরাদনগর উপজেলায় মানবসেবা ও নারী উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখেছেন তিনি হলেন আফজালুননেছা বাসিত। যাকে অনেকে চায়না আপা বলেও ডাকেন।

আফজালুননেছা বাসিত মুরাদনগর উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামের কৃতীসন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল হাশেমের পরিবারের একজন সুযোগ্য সদস্য। রাজা চাপিতলা গ্রামের মরহুম আবুল বাসিত এর কন্যা। পূর্বধৈর পূর্ব ইউনিয়নের জানঘর গ্রামের পুত্রবধূ।

 

তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দীক্ষায় দীক্ষিত হয়ে ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

 

এলাকার নারীদের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আফজালুননেছা বাসিত ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন।

 

ইতোমধ্যে তিনি তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলার ভোটার ও আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মন জয় করে নিয়েছেন।
আগামী ১৩ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ