
ঈদগাঁও প্রতিনিধি : দীর্ঘ আট বছর পরে অনুষ্ঠিত হওয়া ঈদগাঁও উপজেলার ইউপি নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল বাজা শুরু হয়েছে। আসন্ন ২১ মে অনুষ্ঠিত হবে ঈদগাঁওর প্রথম উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে নিজ নিজ প্রতীক নিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সেই সুবাধে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন তিনজন প্রার্থী ।
এদের মধ্যে আলোচনায় রয়েছেন ঈদগাঁও বাসস্ট্যান্ডের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মরহুম আনু মিয়া সিকদারের ছেলে সাবেক ছাত্র নেতা আহমদ করিম সিকদার।
এ দিখে ৩ মে শুক্রবার ঈদগাঁও উপজেলাস্থ ডুলাফকির রাঃ মাজারে নামাজ ও কবর জিয়ারত শেষে মোটর সাইকেলের বিশাল বহরে চশমা প্রতীক নিয়ে ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী, ঈদগাঁও, জালালাবাদের সড়ক উপসড়ক প্রদক্ষিণ করে গণসংযোগ করেন সাবেক আওয়ামীলীগ নেতা আহমদ করিম সিকদার।
পরে সন্ধ্যা নাগাদ তার নিজ বাড়ি ঈদগাঁও বাস-স্টেশনে এক পথসভায় ঈদগাঁও কে একটি মডেল উপজেলা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্তকরে তার নির্বাচনী বক্তব্য প্রদান করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার দুই ভাই ঈদগাঁওর বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম সিকদার এবং হুমায়ূন করিম সিকদার।