
মুহাম্মদ ফরিদ উদ্দীন সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : ০২ মে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সাতকানিয়া, চট্টগ্রাম এর অবসরপ্রাপ্ত কর্মচারীগণ অধির কান্তি ধর, আবুল বশর, জাকের হোসেন, নির্মল চন্দ্র মালী, মো: ইলিয়াছের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনজুমান আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন হাসান চৌধুরী, সাতকানিয়া ও আবুল খায়ের, প্রশাসনিক কর্মকর্তা, ইউএনও অফিস, সাতকানিয়া এবং মিজানুর রহমান, সিএ, উপজেলা পরিষদ, সাতকানিয়া, চট্টগ্রাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: ফয়সাল আমির, সহ. প্রশাসনিক কর্মকর্তা, ইউএনও অফিস, সাতকানিয়া, চট্টগ্রাম।