
সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : “সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন” এই প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে উপজেলা সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীনের সভাপতিত্বে কবি নজরুল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউটের সম্পাদক ফরিদ উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, সোনালী ব্যাংক মুরাদনগর শাখার ব্যবস্থাপক সফুর উদ্দিন ভূঁইয়া, সিটি ব্যাংক এরিয়া ম্যানেজার নোমান আহমেদ, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম,
কোম্পানীগঞ্জ বদিউর আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, পীর কাশিমপুর আরএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন ভূঁইয়া, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পরমতলা সবদর খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শ্রীকাইল কে কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,
একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ, সিটি ব্যাংক মুরাদনগর শাখার প্রতিনিধি ইমন শীল ও তৌহিদুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।