আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় কালিয়াইশ সালাতুল ইসতিসকার নামাজ অনুষ্ঠিত

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির আশায় আকাশপানে তাকিয়ে মানুষ। এমন অবস্থায় বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেন সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মুসল্লীরা।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় কালিয়াইশ মাষ্টারহার জামে মসজিদ মাঠে মুসল্লিদের নিয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করেন রসুলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আনোয়ারুল ইসলাম।

 

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন।

 

নামাজের আয়োজন করেন কালিয়াইশ ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব আবুল হোছাইন কালিয়াইশী, মাওলানা আলহাজ্ব ক্বারি নুরুল কবির, মাওলানা আশরাফ জামী,মাওলানা আবদুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম, মুহাম্মদ ফরিদ উদ্দীন, কামাল, মোস্তাক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ