আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জাফরাবাদ ফাজিল মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী, ইছালে ছাওয়াব মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন 

চন্দনাইশ সংবাদদাতা : দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জাফরাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ঈসালে সাওয়াব মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান ১৩ এপ্রিল অনুষ্ঠিত হয়।

 

পরিষদের সভাপতি ও হাসিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ। পরিষদের সাধারণ সম্পাদক যথাক্রমে গিয়াস উদ্দীন তালুকদার ও সাবেক ছাত্র মুহাম্মদ গিয়াস উদ্দীনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেপুটি মনেজিং ডিরেক্টর ও প্রাক্তন ছাত্র মুহাম্মদ ফোরকানুল্লাহ, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মনছুর আলম,

 

এতিমখানা কমিটি সভাপতি নূরুল মোস্তফা, মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর রিজভী। প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনা আনোয়ারুল উলুম সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুফতি নুরুচ্ছফা, মাওলানা হোসাইন রুমী, মাওলানা নুর হোছাইন ফারুকী, চট্টগ্রাম বায়তুশ শরফ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ মূসা, বিশিষ্ট সমাজসেবক শফিকুল ইসলাম রাহী,

 

এড. মুহিব্বুর রহমান, পূব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ইউনুস বাহারী, চট্টগ্রাম ফলমন্ডি বিশিষ্ট ব্যবসায়ী জুনাইদুল হক, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মাদ আলী কাজেমী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ আবু নোমান, পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ আব্দুর সবুর,

 

অধ্যাপক আব্দুল্লাহ মুহাম্মদ আবুল বশর, অধ্যক্ষ আবুল বশর, মাওলানা আবু বক্কর, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের জোনাল অফিসার এরফানুল হক হেলালী, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্মীয় পরামর্শদানকারী কর্মকতা মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, ফুলকলি সিলেট জোনের শো-রুম পরিদর্শক আইয়ূব আলী, মিরসরাই আবু তোরাব ফাজিল মাদরাসা আরবি প্রভাষক মাওলানা মুহিউদ্দিন, মাই টিভি ব্যুরো চীফ (চট্টগ্রাম) শিব্বির আহেমদ রাশেদ, মাওলানা এনামুল হক,

 

মাস্টার আব্দুল জলিল, ডা. মাওলানা নোমান ইলাহী। ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত অত্র মাদরাসার বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা সাবেক শত শত ছাত্রের উপস্থিতিতে মাদরাসা ময়দান মিলনমেলায় পরিণত হয়, অনেকে আবেগাপ্লুতও হয়ে পড়েন। অনুষ্ঠানে অত্র মাদরাসার মৃত্যুবরণকারী ১৯ জন শিক্ষককে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নবগঠিত ৩৪ সদস্যের কার্যকরী পরিষদের সকল সদস্যকে মঞ্চে তুলে অভিষেক সম্পন্ন করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সমাপনী মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী কালীপুর দরবার শরীফের সম্মানিত পীর ও অত্র মাদরাসার প্রাক্তন ছাত্র আলহাজ্ব মাওলানা জগলুল ইসলাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ