আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম শিল্পকলায় ২৭ অক্টোবর শনিবার থেকে পাঁচ দিনব্যাপী ‘নাট্যাধার নাট্যপার্বণ’ শুরু

দেশচিন্তা নিউজ ডেস্ক:

থিয়েটার চর্চার ১৩ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার ২৭ অক্টোবর থেকে জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘নাট্যাধার নাট্যপার্বণ ২০১৮। বিকাল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল কামাল বায়জিদ, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু প্রমুখ। এর আগে মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে সঞ্চারী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম এবং বাউল গান পরিবেশন করবে অবয়ব নাট্যদল ঢাকা। সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে আসাদুজ্জামানের (দুলাল) রচনা ও শহিদুল হক শ্যাননের নির্দেশনায় ‘ফেরিওয়ালা’ নাটকটি মঞ্চায়ন করবে অবয়ব নাট্যদল ঢাকা।
উৎসবের দ্বিতীয় দিন ২৮ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে রুবাইয়াৎ আহমেদের রচনা, মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত ‘নাট্যাধার’র প্রযোজনা নাটক ‘হিড়িম্বা’। এরপর নাট্যাধার মঞ্চস্থ করবে আহম্মদ কবির রচিত ও শারমিন সুলতানা রাশা নির্দেশিত নাটক ‘৩২ ধানমন্ডি এবং….।
তৃতীয় দিন ২৯ অক্টোবর সোমবার বিকাল ৫টায় মুক্তমঞ্চে দলীয় নৃত্য পরিবেশন করবে ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভম্যান্ট সেন্টার চট্টগ্রাম। এরপর কিডস কালচারাল ইনস্টিটিউট চট্টগ্রাম পরিবেশন করবে নাটক ‘কাক তাড়–য়া’। এরপর প্রদান করা হবে ১১তম জিয়া হায়দার নাট্যপদক। পদক পাচ্ছেন নাট্যজন মুনির হেলাল। সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে নাট্যাধার মঞ্চস্থ করবে প্রদীপ দেওয়ানজী রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘ইউএসটিসি বধ্যভূমি।’ এরপর শব্দ নাট্যচর্চা কেন্দ্র ঢাকা মঞ্চস্থ করবে রওশন জান্নাত রুশনী রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত নাটক ‘বীরাঙ্গনার বয়ান’। চতুর্থ দিন ৩০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে বুনন থিয়েটার সাভার মঞ্চস্থ করবে আনন জামান রচিত ও শুদ্ধমান চৈতনের পরিচালনায় নাটক ‘সিক্রেট অব দ্যা হিস্ট্রি’। ৩১ অক্টোবর বুধবার উৎসবের সমাপনী দিনে বিকাল ৫টায় মুক্তমঞ্চে দলীয় আবৃত্তি পরিবেশন করবে ত্রিতরঙ্গ আবৃত্তি দল চট্টগ্রাম। এরপর কুঁড়ির মেলা পরিবেশন করবে খোলা ‘নাটক মর্ডাণ কিডস্’। সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামল। সন্ধ্যা ৭টায় মূল মিলনায়তনে নাট্যাধার পরিবেশন করবে আনন জামান রচিত ও মোস্তফা কামাল যাত্রা নির্দেশিত নাটক ‘শিখন্ডি কথা’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ