আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

মহেশখালীতে অবৈধ করাতকলে প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে অবস্থিত পুরাতন ২টি নতুন ১টি মোট ৩টি অবৈধ করাতকল (সমিলে) মালিককে জরিমানা করা হয়েছে। ২১ মার্চ বিকালে উপজেলার কুতুবজোম এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মীকি মারমা।

এসময় করাতকলে বিধি লংঘনের দায়ে অবৈধ করাতকলগুলো এক মাসের মধ্যে কাগজ পত্র টিক করে দেখাতে না পারলে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এসময় ৩টি করাতকল মালিককে আর্থিক টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করার সময় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক ও স্টাফরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার করাতল মালিকদের সাথে গত ১৩ মার্চ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী রেঞ্জ, উপকূলীয় বনবিভাগ, চট্টগ্রামের আয়োজনে মহেশখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় করাতকল মালিকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে মহেশখালীতে লাইসেন্স বিহীন সমস্ত অবৈধ করাতকল বন্ধের সিন্ধান্ত গৃহীত হয় এবং এক মাসের মধ্যে মালিক পক্ষ নিজ উদ্যাগে অবৈধ করাত কল সরিয়ে না নিলে উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে যৌথ উচ্ছেদ অভিযান চালানো সিন্ধান্ত হয়।

এর ধারাবাহিকতায় অবৈধভাবে গড়ে উঠা করাতকলের বিরুদ্ধে এ অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করে সর্তক করেছেন প্রশাসন ও বনবিভাগ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ