
সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারস্থ ‘মহেশখালী সমিতি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৫ মার্চ বিকাল ৪টায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আয়ুবুর রহমান ও সহ সম্পাদক সাইফুল হকের পরিচালনায় সিনিয়র সহসভাপতি এডভোকেট সিরাজুল হকের সভাপতিত্বে কক্সবাজারের লাবনী পয়েন্টের মিশুক হোটেলের মেরেডিয়ান রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন (মহেশখালী-কুতুবদিয়ার) সংসদ সদস্য ও সমিতি’র উপদেষ্টা আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব সরওয়ার কামাল।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতি’র সহ-সভাপতি এডভোকেট আ জ ম মাঈন উদ্দিন, সদস্য, কক্সবাজারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ নূরুল হুদা ও এডভোকেট গোলাম ফারুক খান কায়সার।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আকতার কামাল চৌধুরী, অর্থ সম্পাদক আলহাজ্ব ফজল আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এসএম বেলাল, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক সহ কমিটির সকল সদস্য এবং বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন উপস্থিত ছিলেন।
শুরুতে কোরান তেলাওয়াত করেন হা-মীম মসজিদের খতিব মাওলানা আরিফ উল্লাহ, শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল হক ফারুকী।
উল্লেখ্য যে, উক্ত সমিতি’র সভাপতি বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দু শুক্কুর সিআইপি ব্যবসায়িক কাজে দেশের বাহিরে রয়েছেন। তিনি ওখান থেকে কক্সবাজারস্থ মহেশখালী সমিতি’র সকলের সুস্বাস্থ্য কামনা করেন।