
সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের করাত-কল মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ সকাল ১০ টায় মহেশখালী রেঞ্জ উপকূলীয় বনবিভাগের আয়োজনে মহেশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিখী মারমার সভাপতিত্বে উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজবির হোসাইন, ছোট মহেশখালীর বিট অফিসার মোঃ সানা উল্লাহ, শাপলাপুরের বিট অফিসার নুর আলম মিয়া, দিনেশপুর বিট অফিসার মঞ্জুরুল মোরশেদ, হোয়ানকের বিট অফিসার জোবাইট হাসান।
মতবিনিময় সভায় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের করাতকলের মালিকগন উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ১৫০