
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম পটিয়া আইনজীবী সমিতির ২০২৪ এর কার্যকরী পরিষদের নির্বাচন ১০ মার্চ রবিবার আদালত ভবনের মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে সুষ্ঠ ভাবে সমপন হয়। এতে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এডভোকেট আশীষ কুমার চৌধুরী,
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে এডভোকেট খুরশিদ আলম, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এডভোকেট নুর মিয়া, সহসাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয় এডভোকেট মোঃ মাইনুল ইসলাম, অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এডভোকেট তানজিনা জাহান,
পাঠাগার সম্পাদক প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হয় এডভোকেট মোঃ নাসির ঊদ্দিন, সাংস্কৃতিক ও আপ্যায়ন পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এডভোকেট অনিক দে, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট প্রকাশ চক্রবত্তী, কার্য্যকরী সদস্য পদে সকলেই প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় এডভোকেট রাহুল মজুমদার, এডভোকেট মোঃ নুরুল ইসলাম, এডভোকেট এস এম রফিকুল আলম।
নির্বাচন গ্রহনের সহযোগিতায় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী জসিম উদ্দিন সহকারী নির্বাচন কমিশনার বলরাম কান্তি দাশ ও মোঃ আইয়ুব।