
সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মরহুম মাওলানা নুরুচ্ছফা কাদেরী (রহঃ) ও গাউছিয়া কমিটি বাংলাদেশ মহেশখালী পৌরসভার সভাপতি মরহুম আলহাজ্ব ছিদ্দিক আহমেদ (সওঃ) এর স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে স্মরণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক মাওলানা মোশতাক আহমেদ সোবহানীর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা এমরানুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আব্দুস ছামাদ।
প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাসুদুল ইসলাম ইসলাম মাসুদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব রেজাউল করিম তালুকদার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার দক্ষিণ জেলার সদস্য সচিব মাওনা সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক,
সদস্য আলহাজ্ব মাওলানা শফিউল আলম খাঁন, সদস্য মাওলানা আবু ছৈয়দ, মাওলানা আনছারুল করিম, মাওলানা আব্দু সাত্তার মাওলানা আব্দুল হামিদ, মাওলানা দলিলুর রহমান প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী দক্ষিণ শাখার সকল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।