মরিয়ম আক্তার শ্যামলী
আমার বুকের শান্ত সমুদ্রে,
তুই কি পালতোলা নৌকা হবি?
একটু ঝড় ও উঠবেনা কখনো,
নির্বিঘ্নে ভেসে বেড়াবি।
কপালের ঐ সমতলে তুইকি নীল টিপ হবি?
ভ্রু কুচকে তাকাবোনা নির্ভেজালে লেপ্টে রবি।
এই!!হবি কি তুই,সাদা সুতোয় নকশীবোনা,
নীল শাড়ীর ঐ আঁচল?
এই!!হয়ে যা তুই দুই নয়নে,
লেপ্টে থাকা কাজল।
তুই কি শুধু আমার হবি???
লেখক- মরিয়ম আক্তার শ্যামলী, নোয়াখালী, চট্টগ্রাম, বাংলাদেশ।
পড়েছেনঃ ১,১৬৪