আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কর্ণফুলী নালন্দা বিহার কমপ্লেক্সে কঠিন চীবর দানোৎসব আগামী ২৫ অক্টোবর বৃহস্পতিবার

দেশচিন্তা নিউজ ডেস্ক:

বাংলাদেশের ঐতিহ্যবাহী সুপ্রাচীন বুদ্ধ ভিক্ষু সংগঠন, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল বাংলাদেশ কর্তৃক পরিচালিত, রাঙ্গামাটী পার্বত্য জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলাধীন ঐতিহ্যবাহী চন্দ্রঘোনাস্থ, বারঘোনিয়া গেইট সংলগ্ন, কর্ণফুলী নালন্দা বিহার কমপ্লেক্সে আগামী ২৫ অক্টোবর রোজ বৃহস্পতিবার দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে দিন ব্যাপী অনুষ্ঠান মালার মাধ্যমে উদযাপিত হবে। এতে সভাপতিত্ব করবেন ভদন্ত জিনালংকার মহাথেরো প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভদন্ত শাসনানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্ম-দেশক হিসাবে উপস্থিত থাকবেন ভদন্ত ডঃ জ্ঞানরতœ মহাথেরো, বিশেষ অতিথির উপস্থিত থাকবেন রাঙ্গামাটী জেলা পরিষদের সদস্য, বাবু স্মৃতি বিকাশ ত্রিপুরা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সদস্য দীপক বিকাশ চাকমা জয়দত্ত বড়ুয়া পুণ্যময় অনুষ্ঠানে সকল ত্রিরতেœর পুজারী সদ্ধর্ম-প্রাণ উপাসক-উপাসিকাগণের সবান্ধব উপস্থিতি একান্ত আন্তরিক ভাবে কামনা করেছেন কঠিন চীবর দান উৎযাপন পরিষদ নেতৃবৃন্দ।

প্রবারনা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র সাথে বৌদ্ধ নেতৃবৃন্দের মতবিনিময় সভা

সম্মিলিত প্রবারনা পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র সাথে বৌদ্ধ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত। শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত থানা ও গ্রামের বিভিন্ন বৌদ্ধ বিহারে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব নির্বিঘ্নে, নিরাপদে, শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে, চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডি.আই.জি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে সংগঠনের প্রধান সমন্বয়কারী মিথুন বড়ুয়ার সঞ্চালনায় সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহবানে বৌদ্ধ নেতৃবৃন্দদের সমন্বয়ে, এক মতবিনিময় সভা ২১ অক্টোবর রবিবার সকাল ১১টায় ডি.আই.জি এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

আসন্ন প্রবারণা ও মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব যাতে নির্বিঘ্নে, নিরাপদে, শান্তিপূর্ণভাবে পালন করা যায় তার জন্য তিনি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্ব প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান এবং ডি.আই.জি মহোদয় প্রবারণা ও মাসব্যাপী কঠিন চীবর দান যাতে নিরাপদে, নির্বিঘ্নে উদযাপন করতে পারে তারজন্য তাৎক্ষনিক বিভিন্ন সার্কেলে দায়িত্বরত পুলিশ সুপারদের মাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এসময় প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি.আই.জি (প্রশাসন ও অর্থ) এম এম রোকন উদ্দিন, অপারেশন এন্ড ক্রাইম আবুল ফয়েজ, কমান্ড্যান্ট (এস পি) আর আর এফ চট্টগ্রাম এম এ মাসুদ, এস্টেট এন্ড ওয়েল ফেয়ার অতিরিক্ত পুলিশ সুপার রেঞ্জ ডি.আই.জি কার্যালয় চট্টগ্রাম নি®কৃতি চাকমা।

বৌদ্ধ নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিষ্ট ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মৃগাঙ্ক প্রসাদ বড়ুয়া, বিএলআই সভাপতি প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, বৌদ্ধ সমিতি যুব সভাপতি কর আইনজীবি জয়শান্ত বিকাশ বড়ুয়া, সম্মিলিত প্রবারনা পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক ও বৌদ্ধ সমিতি যুব সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, যুগ্ম আহবায়ক ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব সাধারণ সম্পাদক ডঃ সুব্রত বরন, সচিব ও বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া ডায়মন্ড, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন-নারী নেত্রী ববিতা বড়ুয়া, রবিন্দ্র বিজয় বড়ুয়া , শচীভূষন বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া সচিব বড়ুয়া , পুষ্পেন বড়ুয়া কাজল, কানন চৌধুরী বড়ুয়া কাজল প্রিয় বড়ুয়া , প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, প্রনব রাজ বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, বিকাশ বড়ুয়া, তাপস জ্যোতি ভিক্ষু প্রমুখ। জাক জমক পূর্ণভাবে প্রবারণা পূর্ণিমা উদ্যাপন ও কঠিন চিবর দান পালন করার জন্য চট্টগ্রাম বিভাগের প্রতিটি বৌদ্ধ বিহারের বিহার পরিচালনা কমিটি অথবা বিহার অধ্যক্ষকে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচী সমূহ প্রেরণ করার উদাত্ত আহ্বান জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ