ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি :
পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে প্রাচীন বিদ্যাপীঠ দক্ষিণ ভূর্ষি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত নতুন প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কক্ষ উদ্বোধন করেন দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রণধীর দে এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল কালামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আ’লীগ সভাপতি মিহির চক্রবর্ত্তী, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, মেম্বার মাহবুবুল আলম, ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আকবর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রাজ্জাক, কাঞ্চন চক্রবর্ত্তী, ১৩নং দক্ষিণ ভূর্ষি আওয়ামী যুবলীগের আহবায়ক আহমদ নুর সাগর, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, কাঞ্চন সেন, বিপ্লব দাশ (অভি), অভিজিত দাশ, আরো উপস্থিত ছিলেন মো. আবছার, পার্থ প্রতীম চৌধুরী অপু, তারেকুর রহমান, মো. রিন্টু, অন্তু চক্রবর্ত্তী, পাপ্পু দাশ, মো. রায়হান, নজরুল ইসলাম (নাজু), মো. নাজিম, যাদব সর্দ্দার, মো. সুজন ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এতে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক দক্ষিণ ভূর্ষি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সেলিম বলেন, পটিয়ায় বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার মধ্যে শিক্ষাক্ষেত্রের উন্নয়ন আজ সারাদেশে প্রশংসিত হয়েছে। তিনি এর ধারাবাহিকতা রক্ষায় আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কাকে বিজয়ী করার আহবান জানান।