ফারুকুর রহমান বিনজু, পটিয়া প্রতিনিধি :
আগামীকাল ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী পটিয়া আসছেন। এ উপলক্ষে পটিয়ায় আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। উক্ত সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল পটিয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভায় সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালামের আজাদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন আ’লীগ নেতা সামশুদ্দীন আহমেদ, আইয়ুব বাবুল, ফজলুল হক আল্লাই, নাছির উদ্দিন পদ্মা, এমএনএ নাছির, আশীষ গোস্বামী, শহিদুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পৌর যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, কাউন্সিলর আবদুল খালেক, রূপক কুমার সেন, আবু ছৈয়দ, কামাল উদ্দিন বেলাল, শফিউল আলম, বুলবুল আকতার, ইয়াসমিন আকতার, জেলা ছাত্রলীগ নেতা তারেকুর রহমান, আবু তৈয়ব সোহেল, নজরুল ইসলাম ঝন্টু, আসাদুজ্জামান আমিরী, আমির খসরু, জসিম উদ্দিন, প্রণব দাশ, জেসমিন আকতার তুলি প্রমুখ। এতে বক্তারা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমাবেশ সফল করার মাধ্যমে পটিয়ায় বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর উন্নয়ন কর্মকান্ডকে জনসমক্ষে উপস্থাপন করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।