আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

সাতকানিয়া মোবাইলকোর্ট অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদন্ড

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ- সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার ঢেমশা ও ছদাহা ইউনিয়ন এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। ০৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রবিবার বিকাল ২ টায়র সময় অভিযানে ঢেমশা ইউনিয়নের রাস্তার মাথা সংলগ্ন এলাকার মহিম স্টোর কে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’র সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

 

বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মোড়কে স্ট্যান্ডার্ড মার্কের ব্যবহার করা ও বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না থাকা স্বত্ত্বেও লাইসেন্স আছে মর্মে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে ছদাহা ইউনিয়ন এর বায়তুল ইজ্জত এলাকার এম আলী মেজর ফ্লাওয়ার মিলকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন সুনির্দ্দিষ্ট ধারায় ২৫,০০০ টাকা এবং ঢেমশা ইউনিয়ন এর রাস্তার মাথা সংলগ্ন এলাকার নিউ আল মদিনা বেকারীকে ১০,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোট ০৩ টি মামলায় সর্বমোট ৪০,০০০/-(চল্লিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ব্যবসায়ীদেরকে বিএসটিআই’র লাইসেন্স ও ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার জন্য সতর্কতামূলক নির্দেশনা প্রদান করেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

 

উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন, বিএসটিআই চট্টগ্রামের পরিদর্শক সাগর কর্মকার, ফিল্ড অফিসার (সিএম) মো: মাহফুজুর রহমানসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ