আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মীরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা আটক ১

এস এম জাকারিয়া, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে মাদক দ্রব্য ৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা কিশোরকে আটক করা হয়েছে। শামসুল আলম (১৯) নামের ওই কিশোরকে ইয়াবাসহ আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

 

২৯ জানুয়ারী সোমবার ভোরে বারোইয়ার হাট ট্রাফিক মোড় এলাকায় তাকে আটক করা হয়। আটককৃত কিশোর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্পের ব্লক-৭ এর বাসিন্দা মোহাম্মদ সৈয়্যদের পুত্র।

 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বারোইয়ার হাট ট্রাফিক মোড়ে শামসুল আলম নামে একজনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাসী করে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

 

তিনি আরো জানান, সে ইয়াবাগুলো নিয়ে বিক্রির জন্য বাস যোগে বারোইয়ার হাট এসেছিলো। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং ১৮) দায়ের করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ