এস এম জাকারিয়া, চট্টগ্রাম (মীরসরাই) প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী সোনাপাহাড় এম.এস.পি ক্রীড়া সংঘের উদ্যোগে শীতকালীন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪’র উদ্বোধন করা হয়েছে। ২৮ জানুয়ারি রবিবার বিকাল ৩ টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম মাস্টার।
উক্ত উদ্বোধনী ম্যাচে আনুষ্ঠানিক ভাবে বোলিং করে উদ্বোধন করেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ঈমন। ব্যাট হাতে বল ঠেকিয়ে দিয়ে খেলার শুভ সুচনা করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মাঠে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু প্রসার কান্তি বড়ুয়া, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ডের সদস্য শাহীনুর হোসেন (শাহীন), মধ্যম সোনাপাহাড় স্বাদ ম্যানশন পরিচালক মহিউদ্দিন প্রমূখ।
এসময় জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার বলেন, খেলাধুলা গ্রামীন ঐতিহ্য। যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে হলে ও সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তি কমাতে হলে সুশিক্ষা, শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের এ অঞ্চলে অতীতে যুব সমাজকে অপ-রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে যুব সমাজকে খেলার মাঠে আনার উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সরকারের গৃহীত সকল উদ্যোগে মীরসরাই থেকে নবনির্বাচিত এমপি মাহবুব উর রহমান রুহেল এর হাত ধরে ষড়যন্ত্র কারীদের দাবিয়ে রেখে আমাদের সকলকে সবরকম ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজে এগিয়ে যেতে হবে।