মুহাম্মাদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ার ব্যাবসায়ীদের উদ্যোগে প্রতিবছরের মতো দুইদিনর ব্যাপি বার্ষিক বনভোজনের আয়োজন করেন হাজারী টাওয়ার ব্যাবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
২৬ জানুয়ারি সকাল দোহাজারী হাজারী টাওয়ার হইতে বাস যোগে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হয়। ব্যাবসায়ীবৃন্দু বনভোজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আলহাজ্ব নাজিমুদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভা মেয়র লোকমান হাকিম।
সোলাইমান সভাপতি দোহাজারী হাজারী টাওয়ার ব্যাবসায়ী সমিতির সভাপতি সোলাইমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজারী টাওয়ার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম।
ব্যাবসায় অবদান রাখায় বিভিন্ন জনকে ক্রেস্ট দেওয়া হয় দুই শতাধিক ব্যাবসায়ী আনন্দ ও উৎসব কক্সবাজার বনভোজন যান কক্সবাজার আইকনিক রেল স্টেশনসহ পর্যটনশহ কক্সবাজার চষে বেড়াবে বলে জানান। ব্যাবসায়ী শাহজাহান, লোকমান প্রথম পুরস্কার ৩২” এলইডি টিভি পান আল মদিনা অপটিক্যাল।