ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কক্সবাজার আরকান সড়কের মনসা চৌমুহনি এলাকায় দ্রুতবেগের একটি গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়।
ঘটনাটি ঘটে ২৫ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮ টায়। সূত্রে জানা যায় চট্টগ্রাম থেকে কক্সবাজার মুখী একটি গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা পথচারী রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পরে মারা যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দীন জানান, দ্রুতবেগের গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়। ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়।
পড়েছেনঃ ১৪৮