আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের অবিলম্বে মুক্তির দাবিতে আবারও বিক্ষোভ করেছে তাদের স্বজনসহ শতাধিক মানুষ।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে বিক্ষোভের পর বুধবার (২৪ জানুয়ারি) তেল আবিবের প্রধান মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষোভকারীরা। এসময় নেতানিয়াহু সরকারকে জিম্মিদের মুক্তির দাবিতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।
জিম্মিদের মুক্তির দাবিতে তাদের পরিবার এবং সমর্থকদের সর্বশেষ প্রতিবাদের ঘটনা ছিল এটি। প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন জিম্মিদের নিরাপদভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যথেষ্ট কাজ করছেন না।
বিক্ষোভকারীরা ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী সদর দফতরের বাইরের দিকে বিক্ষোভ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগেই তাদের আয়লোন হাইওয়ে থেকে সরিয়ে দেন ইসরায়েলি পুলিশ।
বিক্ষোভকারীদের কিছু ছবিও প্রকাশ করেছে আল-জাজিরা। এসব ছবিতে তাদের সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়। আরেকটি ছবিতে এক পুলিশ সদস্যকে সড়কে বসে পড়া একজনকে টেনে ওঠানোর চেষ্টা করতে দেখা গেছে।