
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম (১২) পটিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএন এম) মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক এম এয়াকুব আলী ৩১ ডিসেম্বর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে। তার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
স্মার্ট ও ডিজিটাল পটিয়া হবে তার আগামী পরিকল্পনা। পরিচ্ছন্ন সবুজ ও পরিবেশ বান্ধব, পটিয়া নিরাপদ -স্বাস্থ্য সুশাসন ও মানবিক উর্ন্নয়নের উন্নতি করণে পটিয়া। প্রতি ইউনিয়নে পরিকল্পিত বনায়ন খাল খনন করে স্বাস্থ্যকর বাসস্থান নির্মাণ করা তার লক্ষ্য।
ফরমালিন মুক্ত বাজার, নিরাপদ খাবার, মাদকমুক্ত সমাজ পাবলিক টয়লেট, কমিউনিটি ক্লিনিক, মশক নিধন সহ সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কর্মসূচি নিশ্চিতের উদ্যোগ গ্রহন । যাতায়তের সুবিধার্থে গণপরিবহন ।
সড়ক সংস্কার ও পথচারী সংকেত ও পরিবেশ বান্ধব সাইকেল ব্যবহার উৎসাহিত করার ব্যবস্হা গ্রহণ। শিক্ষার মানউন্নয়ন, ফ্রি ওয়াইফাই চালু-ই লাইব্রেরী প্রতিষ্ঠা গ্রহণ। বুলোটিবোর্ড স্থাপন, নাগরিক সেবা , বিভিন্ন অভিযোগ, নানান সমস্যার কথা তুলে ধরেন।