
চন্দনাইশ সংবাদদাতা : বরমা কেশয়া এলাকা হতে গণসংযোগ শুরু করে সৈয়দবাজার, ঘাটকুল, চরবরমা, শেবন্ধী, ধামাইরহাট এসে গণসংযোগ শেষ হয়।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শেখ টিপু চৌধুরী, নোমান বেগ, চৌধুরী আমীর মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল নবী খান, ইউপি সদস্য মহসিন, হাসান মুরাদ, মনজুর, সোহেল, মোজাম্মেল হক তালুকদার, সরফুদ্দীন চৌধুরী কাজল প্রমুখ।
২৫ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল জব্বার চৌধুরী বলেন, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
বিজয়ী হয়ে চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক এলাকায় যেসমস্ত উন্নয়নের কাজ বাকি রয়েছে এসব কাজগুলো সম্পন্ন করা হবে এবং বেকারত্ব সহ যেসব সমস্যা রয়েছে সেগুলোও দূর করব বলে জানান মনোনীত স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল জব্বার চৌধুরী।