
এম, ইব্রাহিম খলিল সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় ২৪ ঘন্টায় তিন খুন। ২৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় ২নং বারৈয়াঢালা ইউনিয়ন এর পশ্চিম লালা নগর গ্রামের দিঘির পাড় দোকানের সামনে নুর মোস্তফা বজল(৫০) কে নৃশংস ভাবে খুন করে। নিহত নুর মোস্তফা লালা নগর গ্রামের অব: পুলিশ সার্জেন্ট মজিবুল হক এর ছেলে ও বি এন পি নেতা ইসমাইল হোসেনের বড় ভাই।
উল্লেখ তৌহিদ নামের চিহ্নিত সন্ত্রাসী পরিকল্পিত ভাবে নুর মোস্তফা বজল কে খুন করেছে বলে সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন পিপিএম জানান তিনি বলেন, দোকানে অবস্থান রত নুর মোস্তফা বজলের সাথে সামাজিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে নৃশংস ভাবে খুন করে ও নিহতের এক হাতের কবজি বিচ্ছিন্ন করে পেলে।
নিহত বজল সমাজের সর্দার ছিল । নুর মোস্তফা বজল কে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এর চৌধুরীঘাটা এলাকার দোকানদার আলমগীর হোসেন (৩৫) দুর্বৃত্তের চুরিকাঘাতে খুন হয়েছে। রাত দশ টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফিরার পথে চৌধুরীঘাটা এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত আলমগীর উক্ত ইউনিয়ন এর ঘামারীতলার আফজ উল্লার ছেলে। পথচারীরা রাতে নিথর দেহ উদ্ধার করে বিএসবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলমগীর কে মৃত ঘোষণা করে ।
উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়ন এর জঙ্গল সলিমপুর ৩ নং সমাজের ইমন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ হত্যা কান্ডের কিশোর গ্যাং এর তিন সদস্য কে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।
উল্লেখ রাতে ব্যাডমিন্টন খেলা কে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি গাছ ব্যাডদিয়ে আঘাত করে গুরুতর আহত করে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সীতাকুণ্ড উপজেলায় ভোটের প্রচারনার সময় ২৪ঘন্টায় তিনটি খুনের ঘটনায় সাধারণ মানুষ আতংকিত।